মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন

প্রতিনিধি আবশ্যক :
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা জয় বাংলা নিউজ ডট কম ( www.joibanglanews.com)এর জন্য জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক (খালি থাকা সাপেক্ষে) প্রতিনিধি আবশ্যক। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত এবং মোবাইল নাম্বার সহ ইমেইলে ( joibanglanews@gmail.com ) আবেদন করতে হবে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের বহিঃবিভাগে খুলনা ও বরিশল বিভাগের একমাত্র পাইলস ক্লিনিক উদ্বোধন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের বহিঃবিভাগে খুলনা ও বরিশল বিভাগের একমাত্র পাইলস ক্লিনিক উদ্বোধন

 

জয় বাংলা নিউজ প্রতিবেদক : যশোরে বিশ্বা পাইলস দিবস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার, র‌্যালী এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের বহিঃবিভাগে খুলনা বিভাগের একমাত্র পাইলস ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে যশোর মেডিকেল কলেজের উদ্যোগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্নাঢ্য আয়োজনে পাইলস দিবসের র‌্যালী বের হয়। র‌্যালীটি হাসপাতাল চত্বর ঘুরে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে হাসপাতালে সভাকক্ষে বিশ্বা পাইলস দিবস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়কের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এএইচএম আহসান হাবিব। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, পাইলস একটি নিরাময় যোগ্য রোগ। কিন্তু সচেতনতার অভাবে মানুুষ এ রোগ থেকে নিরাময়ের জন্য নানা ধরণের অপচিকিৎসা গ্রহণ করে। ফলশ্রুতিতে সঠিক চিকিৎসার অভাবে এক সময় রোগটি জটিল আকার ধারণ করে। তিনি এ রোগ বিষয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে প্যানেল বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত ছিলেন, যশোর মেডিকেল করেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার এসকে আলম ও ডাক্তার আব্দুর রহিম মোড়ল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরে চিকিৎসকদের সংগঠন বিএমএর সভাপতি ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক ডাক্তার এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক ডাক্তার তৌহিদুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব ডাক্তার মোহাম্মাদ গোলাম মোর্তুজা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী প্রমুখ।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য ও প্রজেক্টরের মাধ্যমে কলোরেক্টাল বা পাইলসের সর্বাধুনিক চিকিৎসার উপরে বৈজ্ঞানিক আলোচনা করেন মেডিকেল কলেজের জেনারেল সার্জারি ও কলোরেক্টাল বিশেষজ্ঞ প্রফেসার ডাক্তার মাহমুদুল হাসান পান্নু। এ সময় তিনি বলেন,‘ বর্তমানে পাইলসের সর্বাধুনিক চিকিৎসার যশোরে শুরু হয়েছে। এই রোগে আক্রান্ত রোগীদের ৮০ভাগ ওষুধের মাধ্যমে সুস্থ্য হয়। বাকি ২০ভাগে রোগীর অপারেশনের প্রয়োজন হয়। বর্তমানে আধুনিক চিকিৎসায় পাইলস, কোলন ক্যান্সার, রেক্টামা, এনাল বা মলদারের ক্যান্সর, ফিসটুলা, এনাল ফিসার, কোষ্ঠকাঠিন্য, মলত্যাগের বাধাগ্রস্ততা, আইবিএস, আলসাররিটিভ কোলাইটিস, ক্রনস ডিজিসসহ মলদারের আধুনিক চিকিৎসা এখন ওষুধের মাধ্যমে সুস্থ্য করা সম্ভব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুর রহমান। বৈজ্ঞানীক সেমিনার শেষে হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের বহিঃবিভাগে খুলনা ও বরিশাল বিভাগের একমাত্র সরকারি কলোরেক্টাল বা পাইলস ক্লিনিকের উদ্বোবধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এএইচএম আহসান হাবিব। এখন থেকে প্রতি মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেনারেল সার্জারি ও কলোরেক্টাল বিশেষজ্ঞ প্রফেসার ডাক্তার মাহমুদুল হাসান পান্নু রোগী দেখবেন। এর ফলে সরকারি স্বল্প খরচে পাইলসের আধুনিক চিকিৎসক সাধারণ মানুষ নিতে পারবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2019 Joibanglanews.com এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed BY ThemesBazar.Com
Translate »