বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানপন্থী কমপক্ষে আট যোদ্ধা নিহত হয়েছে। ওয়াশিংটন মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব দেওয়ার ঘোষণার পর তাদের হামলায় এসব যোদ্ধা নিহত হলো। সোমবার একটি যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এ কথা জানিয়েছে।
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দির ইজোর প্রদেশের মায়াদিন ও আলবু কামাল এলাকায় রোববার গভীর রাতে হামলার ঘটনার পর মানবাধিকার বিষয়ক সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সেখানে যুক্তরাষ্ট্রের হামলায় ‘ইরানপন্থী আট যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে কমপক্ষে একজন সিরিয়ার এবং কয়েকজন ইরাকের নাগরিক রয়েছে।’
: খবর এএফপি
Leave a Reply