বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন
জয় ডেস্ক : যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যশোর সদরের সীতারামপুর বাংলাবাজারে ১৩ই অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে বিনামুল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
১২ নং ফতেপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বালিয়াডাঙ্গার সাবেক জনপ্রতিনিধি মোঃ জোহর আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা এম রাবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ জয়নাল আবেদীন, মোঃ হারিজ আলী মোল্লা এবং সবিনা ইয়াসমিন ।
এছাড়া সংগঠনের সভাপতি মিলন হোসেন, সহ-সভাপতি বাবুল ইসলাম ও আরিফা জাহান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ন- সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির রিপন, প্রচার সম্পাদক শরীফ হোসেন প্রমুখ ।
উদ্বোধনী শেষে বিনামূল্যে ২৮৪ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম রাবিউল ইসলাম বলেন হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা একটি অলাভজনক সামাজিক উন্নয়নমূলক সংগঠন। যার যাত্রা শুরু হয় ২০২৩ সালে মে মাসে । বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ৫০ জন।
সদস্যদের মাসিক ১০০ টাকা চাঁদার বিনিময়ে বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে রক্তদান ও রক্তেরগ্রুপ নির্ণয়, বিনামূল্যে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, আর্থিক ও শিক্ষা সহায়তা,বেকারদের প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অবক্ষরোধ ও সমাজের নানাবিধ উন্নয়নমূলন কর্মকান্ড পরিচালনা করে আসছে । সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এই সংগঠনটি একদিন অনেক দূরে এগিয়ে যাবে।
Leave a Reply