বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০৮:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে যশোরে পালিত হচ্ছে জাতীয় ভ্যাট দিবস। দিবসটি উপলক্ষে যশোর কাস্টমস, এক্সইজ ও ভ্যাট নানা কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার সকালে যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি। বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। যশোর কাস্টমস কমিশনার মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ, সহকারী পুলিশ সুপার গোলাম রব্বানী, যশোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ।
সভা শেষে খুলনা বিভাগের ১০ জেলার ২১ জন শ্রেষ্ঠ করদারকে ক্রেস্ট ও সম্মাননা জানানো হয়।
Leave a Reply