স্টাফ রিপোর্টার : যশোরের সীমান্ত এলাকা ৫ শ ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহল দল। যশোর ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পূর্ব তথ্যের ভিত্তিতে ৯ ডিসেম্বর বিকেলে শালকোনা বিওপিতে কর্মরত নায়েক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সীমান্ত পিলার ৩১/১ এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালকোনা গ্রাম হতে মালিকবিহীন ৫ শ ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা
Leave a Reply