বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০৭:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা সদর উপজেলার গাজীর দরগাহ এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করলেও গাঁজা বিক্রেতা আমির দফাদার রয়ে গেছে ধরা ছোয়ার বাইরে। এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে মাদক আইনে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা রোববার গাজীর দরগা গ্রামের মৃত আলী বক্স দফাদারের ছেলে আমির দফাদারের বাড়িতে অভিযান চালায়। এসময় আমির দফাদার আগেই বাড়ি হতে পালিয়ে যাওয়ার পর তার ঘর তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
Leave a Reply