বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন
শরৎ
জাহান আরা হাসান খাঁন কোহিনূর
শরৎ এসেছে এই মন রেঙেছে
কাশফুল এসেছে সাদা মেঘের ভেলায় চড়ে
ঝিরিঝিরি বাতাসে দুলে দুলে আঁচল উড়িয়ে।
ঝলমল করা রোদ্দুর লুকায় কালো মেঘের আড়ালে
আবার কখনও কালো মেঘ লুকায় ঝলমলে রোদের আড়ালে,কখনও আবার কালো মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে ধরায়।
মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা চলছে সারাবেলা।
শরতের সকালে জাফরান রঙের নুপুর পরে
ফোঁটা ফোঁটা শিশির পড়া দুর্বাঘাসে
শিউলি পেতেছে বিছানা,মনটাকে রাঙিয়ে দেয়।
মনের সুখে ডাকছে পাখি গাছে
মৌমাছিরা হরেক রকম ফুলের কানে
মনের যত কথা বলছে গুনগুনিয়ে,
পুকুর ডোবায় হাওর বিলে
শাপলা ফুটেছে,
পদ্ম পাতা ভাসে পানির পরে
সাত রঙের রংধনুর হাসি শেষ বিকেলে।
রাতে বেলায় সিগ্ধ জোসনায় ধরণী করে স্নান
প্রকৃতির এই রুপ দেখি আমি ঋতু বদলে
কৃতজ্ঞতা জানাই বিধাতা তোমাকে।
Leave a Reply