শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
দিন দুপুরে শহরের পুরাতন কসবা এলাকার ৬তলা ভবনের ৫তলায় দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা ঘরের দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ ৩লাখ ৩০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণের গহণা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দিলে থানা পুলিশ তদন্তর নামে ৬ দিন পর মামলা হিসেবে রেকর্ড করেছে।
যশোর শহরের পুরাতন কসবা এলাকার আকমাল হোসেন মোল্যার ছেলে সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) আসাদুজ্জামান বাদি হয়ে অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে মামলায় উল্লেখ করেন, পুরাতন কসবা বাদির ৬তলা ভবনের ৫ম তলায় বাদি তার পরিবার নিয়ে বসবাস করে। গত ৭ সেপ্টেম্বর বেলা সোয়া ১২ টার পর হতে দুপুর দেড়টার পূর্বে যে কোন সময় তার বসত ঘরের মধ্যে কেউ না থাকার সুযোগে অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘরের হ্যাজবোল্ট ভেঙ্গে ঘরে ঢুকে আলমারির তালা ভেঙ্গে নগদ উল্লেখিত টাকা ও ৭ ভরি স্বর্ণের গহনা চুরি করে কৌশলে পালিয়ে যায়। ঘটনার বিষয়ে বাদির স্ত্রী জাহানারা খাতুন,দুই ছেলে জামিল ইমরান সজীব,জায়েদুল ইসলাম সাকিবকে জানিয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ তদন্তর নামে সময় ক্ষেপন কওে ৬ দিন পর মামলা রের্ডক করেন।
Leave a Reply