শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :যশোর শহরের পুরাতন কসবা এলাকায় বসবাসকারী বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদ্জুামানের ছয়তলা ভবনের বাড়িতে চুরির ঘটনায় মামলা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর দিনের বেলায় চুরি হয়।
এজাহারে তিনি উল্লেখ করেছেন, ছয়তলা ভবনের পঞ্চমতলায় তিনি বসবাস করেন। বাড়িতে কেউ না থাকার সুবাদে গত ৭ সেপ্টেম্বর দিনের বেলায় দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে অজ্ঞাত চোর বা চোরচক্র ঘরের মধ্যে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও ৭ লাখ টাকা মূল্যের ৭ ভরি সোনার আলংকার চুরি করে নিয়ে যায়। বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনি বুঝতে পারেন ৭ সেপ্টম্বর দুপুর দেড়টার দিকে ওই চুরি হয়।
Leave a Reply