শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
যশোরে জাল নোট নিজ দখলে রাখার অপরাধে একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর রহমান ওরফে জীবন যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার আব্দুল মজিদের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২ আগস্ট চাঁচড়া পুলিশ ফাড়ি জানতে পারে চাঁচড়া চেকপোস্ট এলাকার এক ব্যক্তি জাল নোট নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষনিক ইনচার্জ এসআই শরিফুল ইসলাম খানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালিয়ে জীবনকে আটক করে। আটকের পর তার কাছথেকে আটটি এক হাজার টাকার জাল নোট ও একটি ৫শ’টাকার জাল নোট সর্বমোট আটহাজার পাঁচশো টাকা উদ্ধার করে। এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ১৪ অক্টোবর এসআই বোরহান উদ্দীন জীবনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ বুধবার এ মামলার রায়ে আদালত তাকে সাজাপ্রদান করেন। জীবন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।
Leave a Reply