সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:০৫ পূর্বাহ্ন
স্বাধীন দেশের স্বপ্নরা
মিতা পাল
স্বপ্নেরা কেমন স্বপ্ন দেখে–
ভূমিতে আছড়ে পড়ে,
দাগ শুধু থাকে মায়ের আঁচলে–
সমাজের কপাল ফুড়ে,
শিক্ষা তোমার ধ্বংস স্তূপে–
কত চারাগাছ হাসে,
অপরাধ বটে,বুদ্ধির ঘটে–
ছোঁয়াছুঁয়ি ভালোবাসে।
বুদ্ধিজীবীদের আগ্নেয়াস্ত্র —
তেলের ভারে ভোতা,
কিশলয় প্রাণ,কেড়ে নেয় যারা–
শিক্ষাদেবীর হোতা,
পতাকা শ্লোগানে,মুখরিত গানে–
যুযুধান উভয় শিবির,
নাড়ি ছেঁড়া ধন আর্তনাদে–
সমাজ হয়েছে বধির,
যমরাজ এখন কোমায় আছেন–
অসুখের উৎস গভীরে,
কার প্রাণ আগে,তুমি আছো পরে-
নরপিশাচের আদুরে,
সভ্য সমাজ দেখছে নীরবে —
বোদ্ধারা তোলে ঢেকুর,
আয় বাছা বুকে,পাথরের শোকে–
স্মৃতি মোছে নষ্ট দুপুর,
অভিশাপে আজ হয়না কিছু —
ফাঁকির ফাঁকেতে তালা,
ওরা বেশ আছে,অতি উচ্ছ্বাসে–
শীতলপাটির জ্বালা!
বোধোদয় আছে ছুটির মেজাজে–
অসুর বোধোনে আলো,
আকাশের সাথে বন্ধু হোলো —
জানি থাকবেনা ভালো,
মুকুটে তোমার পালকের সাজ–
বসনে ঢাকেনি অঙ্গ,
কুরুচিকর শিক্ষার বর সযত্নে করে–
স্বপ্নের উড়ান বন্ধ,
স্বাধীনতা আসে খুচরো পতাকা–
ধুলিমাখে বলিদান বীর,
ফুরফুরে মনে চাল আস্তিনে–
গুটি সাজাতে হয় অধীর।
Leave a Reply