শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ অপরাহ্ন
মোঃ বকুল হোসেন,তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোরে বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ ফুড ফর দ্য হাঙরি এনজিও কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও আলোচনা সভা এবং গণনাটক অনুষ্ঠান উপজেলায় অবস্থিত জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও এফএইচ সংস্থার তানোর এরিয়া অফিসের ম্যানেজার গৌতম দাসের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ।এ সময় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এনও তার বক্তব্যে বলেন বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একসাথে কাজ কাজ করার অনুরোধ জানান। আলোচনা সভা শেষে সুন্দরবন থিয়েটার বাল্যবিবাহ প্রতিরোধে একটি নাটক পরিবেশন করেন। ৷
অপর এক অনুষ্ঠানে আজ বিকালে তানোর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৫০ তম গ্রীষ্মকালীন উপজেলা আন্তঃ স্কুল , মাদরাসা, ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা /২০২৩ এর পুরুষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহী।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন জনাব মো: জিল্লুর রহমান, সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, তানোর, রাজশাহী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সিদ্দিকুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। সমাপনী দিনে পুরুষ ফুটবল দলে, কিসমত বিল্লি স্কুল অ্যান্ড কলেজ ১-০ গোলে আল মাদ্রাসাতুল ইসলামিয়া কে পরাজিত করে । বালিকা ফুটবলে জুমার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় বনকেশর ব্রিজ ঘাট উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে আপর দিকে কাবাডি খেলায় তানোর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দের মাঝে পুরুষ্কার ( ট্রফি) তুলে দেন।
Leave a Reply