সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :যশোর পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল গত আগস্ট মাসে হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে। একই সাথে হ্যাকডকৃত ২৮টি ফেসবুক আইডি, ২টি ইমো আইডি, ১টি হোয়াসঅ্যাপ অ্যাকাউন্ট এবং একটি জি-মেইল আইডি পুনরুদ্ধার করেছে। এ সময়ে ভুল বসত অন্য নম্বরে এবং প্রতারনার শিকার ৮জনের বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে চলে যাওয়া ১ লাখ ৩৫ হাজার ২০ টাকা উদ্ধার করেছে।
গত শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ভুক্তোভোগিদের ডেকে তাদের হারিয়ে যাওয়া মালামাল ও সম্পদ ফিরিয়ে দেয়া হয়।
গত আগস্টে পুলিশের এই সেলটি হারিয়ে যাওয়া ৫জন ভিকটিমকে উদ্ধার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরদার জানিয়েছেন, পুলিশের এই সেলটি শুরু থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাইবার সংক্রান্ত অপরাধ দমনে পুলিশের এই সেল যে কোন সময় মানুষের পাশে দাড়াবে। তিনি সাধারণ মানুষকে সাইবার সংক্রাস্ত অপরাধ এড়িয়ে চলার আহবান জানান।
Leave a Reply