সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যশোর সদরের ঝুমঝুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ০১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন যশোর সদর উপজেলার ১২নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ফরহাদ হোসেন , ৪ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি এসএম জাবেদ উদ্দীন, ৬ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আকরাম হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ।
সর্বমোট ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় হয় ।
এবিষয়ে সংগঠনের সভাপতি মিলন হোসেন বলেন, বিভিন্ন পরিস্থিতিতে আমাদের রক্তের গ্রুপ জানা থাকার প্রয়োজন পড়ে। কাউকে রক্ত দেয়া, কারো থেকে রক্ত নেয়া বা বিভিন্ন চিকিৎসার প্রয়োজনে রক্তের গ্রুপ জানা জরুরী। হাসপাতাল বা ক্লিনিক এ একজন ব্যাক্তির রক্তের গ্রুপ নির্ণয় করতে গেলে ৮০ থেকে ১০০ টাকা দিয়ে করাতে হয় হাসিমুখ সেটি বিনামূল্যে করে দিচ্ছে। আমাদের সকলের নিজ নিজ রক্তের গ্রুপ জানা জরুরী ।
যুগ্ন-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, কথায় আছে “বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানো” হ্যা আমরা তাই করি, মানুষের মুখের একটু হাসি ফোটনোর জন্য হাসিমুখের এই ক্ষুদ্র আয়োজন। সংগঠনের সদস্যদের মাসিক ১০০টাকা চাঁদা ও গন্যমান্য ব্যাক্তিদের অনুদানে চলে হাসিমুখ এর সকল কার্যক্রম। শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয় সমাজের উন্নয়নে হাসিমুখ সবার জন্য আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ।
সাধারন সম্পাদক ফারুক হোসেন বলেন, অসহায় দরিদ্র মানুষের সেবার জন্য হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার যাত্রা শুরু হয় ২০২৩ সালের মে মাসে। আমাদের সেবার মধ্যে উল্লেখযোগ্য বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে রক্তদান ও রক্তেরগ্রুপ নির্ণয়, বিনামূল্যে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, আর্থিক ও শিক্ষা সহায়তা, বেকারদের প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অবক্ষরোধ ও নানবিদ কর্মকান্ড। বর্তমানে সংগঠনের সদস্য ৪০ জন। সংগঠনের নিয়ম মেনে সমাজের উন্নয়নে যে কেউ হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থায় যুক্ত হতে পারবেন ।
Leave a Reply