সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৩৬ পূর্বাহ্ন
শহিদ জয়:
মঙ্গলবার যশোরে প্রথম বিভাগ বাস্কেটবল (পুরুষ) মঙ্গলবার শেষ হয়েছে। সমাপনী খেলাটি অঘোষিত ফাইনালে পরিনত হয়। এ ম্যাচে জিতে এবারের আসরে চ্যাম্পিয়ন হলো কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র এবং রানার্স আপ হয়েছে এ্যাপেক্স বাস্কেটবল ও ব্যাডমিন্টন ক্লাব। বিকেলে জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র ১১৯-৮১ পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে এ্যাপেক্স বাস্কেটবল ও ব্যাডমিন্টন ক্লাবকে।টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ তৃতীয় বজলুল করিম স্মৃতি সংঘকে দেয়া হয় ট্রফি। ম্যাচ সেরার পুরস্কার পান কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্রের মিথুন। একই দলের রাহুলকে দেয়া হয় টুর্নামেন্ট সেরা পুরস্কার। জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিকে বাস্কেটবল ইভেন্টে বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক অর্জণ করে। বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করা যশোরের ৩ নারী বাস্কেটবল খেলোয়াড় সুমাইয়া জামান মৌশি , নাজনিন ও সুমাই আক্তার শিমুকে বিশেষ সম্মাননা দেয়া হয় এ অনষ্ঠানের মাধ্যমে। লিগের সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোকসেদ সফী। সভাপতিত্ব করেন বাস্কেটবল পরিষদের সহসভাপতি জাহিদ হাসান টুকুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ। উল্লেখ্য, গত ১০ আগস্ট ১০ টি দল নিয়ে শুরু হয়েছিলো এবারের লীগ।
Leave a Reply