সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:০৫ পূর্বাহ্ন

প্রতিনিধি আবশ্যক :
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা জয় বাংলা নিউজ ডট কম ( www.joibanglanews.com)এর জন্য জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক (খালি থাকা সাপেক্ষে) প্রতিনিধি আবশ্যক। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত এবং মোবাইল নাম্বার সহ ইমেইলে ( joibanglanews@gmail.com ) আবেদন করতে হবে।
ভারতে ইশারা নাট্যোৎসবে ব্যঞ্জন যশোররে শষে গহব্বর

ভারতে ইশারা নাট্যোৎসবে ব্যঞ্জন যশোররে শষে গহব্বর

জয় বাংলা নিউজ প্রতিবেদক : ইশারা নাটক উৎসবরে দ্বতিীয় র্পব আয়োজতি হল সম্প্রতি উদ্যোগে শালবনী টাঁকশালরে সাংস্কৃতকি সংস্থা ইশারা। টাঁকশালরে কলাকন্দ্রে সভাঘরে এই উৎসবরে সূচনা করনে ডপেুটি জনোরলে ম্যানজোর সকৈত দত্ত। দুই বাংলার দুই বাচকিশল্পিী জাহদিুল যাদু এবং রজত মত্র্ ৩৯;র আবৃত্তি দযি়ে শুরু হয় অনুষ্ঠান। এতে আবৃত্তি করনে ব্যঞ্জন যশোররে সহসভাপতি নাসরি উদ্দীন মঠিু এবং শারমনি সুলতানা সাথী।
এরপর বাংলাদশেরে ব্যঞ্জন যশোর নাট্যদল মঞ্চস্থ করে শাহীন রহমান রচতি ও আসফি খান নর্দিশেতি নাটক শষে গহবর। নাটকরে অভনিতো-অভনিত্রেীরা হলনে অধ্যাপক চরত্রিে জাহদিুল যাদু, প্রকৌশলী চরত্রিে আসফি খান এবং যৌবন চরত্রিে শারমনি সুলতানা সাথী।
নাটকরে অভনিত্রেী শারমনি সুলতানা সাথী জানান, এত ভালো র্দশকরে সামনে অভনিয় করতে পরেে তারা খুব খুশি এই ধরনরে র্কমসূচরি মাধ্যমইে দুই বাংলার মত্রৈী বন্ধন আরো দৃঢ় হব।ে উদ্যোক্তাদরে পক্ষে রজত মত্রি বলনে এই নাট্যোৎসব নয় বছর পড়লো। দুই বাংলার নানা আঙ্গকিরে শল্পিীদরে সমন্বয়ে এই ধরনরে অনুষ্ঠান দু দশেইে করার পরকিল্পনা
রয়ছেে তাদরে।
উল্লখ্যে. ২১ জুলাই শুক্রবার সন্ধ্যা সাতটায় শালবনী টাঁকশালরে কলাকন্দ্রে সভাঘরে মঞ্চস্থ হয় ইশারা নাট্যোৎসব এর দ্বতিীয় র্পব যখোনে ইশার্#া৩৯;র সম্পাদক প্রখ্যাত আবৃত্তশিল্পিী রজত মত্রি এর সাথে ব্যঞ্জন যশোর এর জাহদিুল যাদু, নাসরি উদ্দীন মঠিু ও শারমনি সুলতানা সাথী আবৃত্তি অনুষ্ঠানে অংশ ননে এবং ব্যঞ্জন যশোর মঞ্চ নাটক এর সফল মঞ্চায়ন কর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2019 Joibanglanews.com এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed BY ThemesBazar.Com
Translate »