বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০৭:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শহরের বকচর এলাকা থেকে একটি তক্ষকসহ মুকুল ব্যানার্জি নামে একজনকে আটক করেছে র্যাব। বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মুকুল ব্যানার্জি যশোর শহরতলী মুড়লি জোড়া মন্দির এলাকার বাসিন্দা।
র্যাবের পক্ষ থেকে জানায়, বকচরের ফাহিম ফুয়েল পাম্পের সামনে থেকে নেটের ব্যাগসহ মুকুল ব্যানার্জিকে আটক করে। এসময় তার ব্যাগ তল্লাসি করে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এম মাহামুদুর রহমান মোল্যা তক্ষকসহ মুকুল ব্যানার্জিকে আটকের কথা নিশ্চিত করেছেন।
Leave a Reply