সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
দীর্ঘদিন আমরা সবাই লক্ষ্য করছি, আমাদের টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমের নাটকে কুরুচিপূর্ণ অশ্লীল দৃশ্য ধারন, অশ্লীল সংলাপের ব্যবহার এবং নাটকের নাম নির্বাচনেও রুচিহীনতা আর অশ্লীলতার আগ্রাসন একদিকে আমাদের নাটকের ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করছে। অন্যদিকে আমরা উদ্বেগের আশংকা করছি নাটকের ভিউ/ঠরবি বাড়ানোর এই অসুস্থ অশ্লীল প্রতিযোগিতা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গ্রাস করছে রুচিহীনতায় এবং অশ্লীলতায়।
এই পরিস্থিতিতে দেশ মাটি মানুষের কাছে দায়বদ্ধ সুস্থ ধারার ধারক সচেতন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ “টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করনীয়” শিরোনামে সকল সহযোগী সংগঠনগুলোকে সাথে নিয়ে একটি মুক্ত আলোচনার আয়োজন করা হয় ১৭ই জুন, ২০২৩ সকাল এগারোটায় শিল্পকলা একাডেমির (৬ তলায়) সেমিনার রুমে।
উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব জনাব মামুনুর রশিদ, টেলিপ্যাব এর সম্মানিত সভাপতি জনাব মনোয়ার পাঠান, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি জনাব হারুন অর রশিদ, আই স্ক্রিন এর সিইও চিত্রনায়ক রিয়াজ, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সাবেক সাধারণ সম্পাদক নাটক ও চলচ্চিত্র পরিচালক জনাব এস এ হক অলিক, অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক
অভিনয় শিল্পী ও নির্মাতা নাজনীন হাসান চুমকি, মাছরাঙা টেলিভিশন এর অনুষ্ঠান প্রধান জনাব আরিফ রহমান, গাজী টিভি অনুষ্ঠান প্রধান জনাব অনন্ত জাহিদ এবং একুশে টিভির অনুষ্ঠান প্রধান জনাব সাইফ উদ্দিন আহমেদ, নির্মাতা ও নাট্যকার জনাব শাকুর মজিদ, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ সহ মিডিয়ার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সম্মানিত সভাপতি জনাব অনন্ত হিরা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিরেক্টরস গিল্ড এর সহ সভাপতি জনাব আশরাফুল আলম রন্টু। আলোচনার শুরুতে নাটকে অশ্লীল
সংলাপ সম্বলিত কিছু ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাচসাস এর সভাপতি জনাব রাজু আলীম, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সহ সভাপতি মনোজ সেনগুপ্ত, নাট্য নির্মাতা জনাব শহীদ রায়হান, নাট্য নির্মাতা সগীর মোস্তফা, নাট্য নির্মাতা জনাব পিকলু চৌধুরী, নাট্য নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। উপস্থিত আলোচকবৃন্দ সৃজনশীল ও সুস্থধারার
সংস্কৃতি চর্চার মানুষ ও সংগঠন গুলোকে এক সাথে এই আগ্রাসনের বিরুদ্ধে কাজ করার কথা ব্যক্ত করেন। আলোচকবৃন্দের প্রস্তাবনা গুলো লিপিবদ্ধ করা হয় এবং ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর পক্ষ থেকে এই প্রস্তাবনা সমূহের আলোকে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply