মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন
শুধু তুমিই থাকো
গোলাম কবির
আমার কোনো শত্রু নেই আমি ছাড়া,
আমার কোনো বন্ধুও নেই তুমি ছাড়া!
আমার কোনো ভালোবাসা নেই
আমার জন্য তাই আমার কোনো
ঘৃণাও নেই এই আমাকে ছাড়া।
আমার সকল ভালোবাসায়
আছো তুমি, তুমি ছাড়া আর
সবকিছুই আমি শূন্য বলে মানি।
তাই তোমাকে চাই আমি আমার
সকল ভালোবাসায়, সকল কাজে।
চাই আমার প্রতিটি নিঃশ্বাসে
শুধু তুমিই থাকো আমৃত্যু বহমান।
Leave a Reply