রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
যশোরে হেরোইনের মামলায় এক ব্যক্তির যাজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৩০ হাজারটাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার স্পেশাল জেলা ও দায়রা মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি শাহারিয়ার মাহমুদ রাসেল শার্শা উপজেলার বাগআচড়া ঘোষপাড়া বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১০ ডিসেম্বর রাত সাড়ে আটটার পর গোপন সংবাদের ভিত্তিতে শার্শার বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা জানতে পারেন শার্শার সাতমাইল বাজার এলাকার কেয়া হোটেলের সামনে একজন মাদক ব্যবসায়ী যশোরে যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছেন। তাৎক্ষনিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি শাহারিয়ারের হাতে থাকা প্লাটিকের ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ তাকে আটক করে ওই ব্যাগ থেকে ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার দাম ৫০ লাখ টাকা। এ ঘটনায় বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এসআই রবিউল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শাহারিয়ারকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়। সর্বশেষ বৃহস্পতিবার আদালতে এ মামলা রায় ঘোষনা করে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেয়া হয়।
Leave a Reply