সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন
আহা্ বন্ধু…..
কাজী লীনা আরাফাত
নিরাবতায় আমাকে আচ্ছন্ন করে রাখুক,
অহেতুক আর ভালো লাগে না কোলাহল
দিন শেষে হাজারটা নয় হাতে গোনা কিছু বন্ধু থাকুক………………………।
যাদের কাছে মন খুলে বলতে পারি নিজের দুঃখের কথা………………!
সুখের ছবি তো সবাই দেখে ক’জনের থাকে সময় ,
করে দুঃখ বিলাশের গল্প শোনার………….?
যাদের কাছে হিসাব করে কথা বলতে হয় না…………….
ভাবতে হয় না ঠিক বললাম কিনা…..
ভুলভাল কথাগুলো ও মন দিয়ে শুনে,
অহেতুক হেসে ওঠে এটাই তো বন্ধুত্ব……….
দিন শেষে যে তোমার বন্ধু সে তোমাকে খুঁজে ফিরবেই……………………….।
হাজারো কাজের মাঝে তোমার জন্য,
একটু হলেও সময় থাকবে। আমার চাই না হাজারো বন্ধু………….
দিন শেষে আমার থাক হাতে গোনা কিছু বন্ধু।
সারাদিনের ক্লান্তি শেষে……
শত কাজের ভীরে নানা দ্বায়িত্ব,
তবুও বন্ধুর জন্য অপেক্ষা……….!
প্রচন্ড শীত কিংবা অসহ্য গরমের অনুভূতিও যেখানে ম্লাণ……..
শুধু বন্ধুর সাথে একটু কথা বলা এই তুই কেমন আছিস……..?
চলচল, বের হ………..
এখানে নানা ওখানে দাড়াঁ ও তো এখনোও আসলো না………
ফোন দেই…….. আহা্ বন্ধুত্ব!
এমনি ভাবেই কেটে যাক আমাদের সারাবেলা………………।
Leave a Reply