সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৩১ মে ) ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতৃ ও গৌরীপুর থেকে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যশী নাজনীন আলম অদ্য উপজেলার অচিন্তপুর এবং সদর ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ শোলপাই, ডেকুড়া, রামচন্দ্র নগর, মহিশ্বরণ, কৃষ্ণপুর, হিম্মতনগর, হাটশিরা, পালান্দর এবং ইছুলিয়া গ্রামের হাট-বাজার, দোকানপাট এবং বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ জনগণের সাথে দেখা-সাক্ষাৎ, সরকারের সফলতা ও উন্নয়ন প্রচরণা, চা আড্ডা এবং পথসভায় কথা বলেন তিনি। এ সময় তার সমর্থিত কর্মীরাও উপস্থিত ছিলেন
Leave a Reply