মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
যশোরে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে জমি জবর দখল করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওই পুলিশ সদস্যের আপন তিন ভাই। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে নুরুল হুদা, সামসুর রহমান ও মিজানুর রহমান। পুলিশ সদস্য এটিএসআই আব্দুল্লাহ খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। সংবাদ সম্মেলনে নুরুল হুদা অভিযোগ করেন তার ৫ম ভাই আব্দুল্লাহ বাবার রেখে যাওয়া সম্পত্তি জবরদখল ও জালিয়াতি করে নিজের দখলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। জমি দখল করার জন্য তিন ভাইকে মারধরসহ মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও করেন ওই তিন ভাই। এদিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের ভাই-বোনদের পরিচয় গোপন করেছেন নুরুল হুদা ও তার দুই ভাই। লিখিত বক্তব্যে তারা ৬ ভাইয়ের পরিচয় দিয়েছেন। তবে প্রকৃতপক্ষে তারা ৯ ভাই বোন।
এ বিষয়ে এটিএসআই আব্দুল্লাহ বলেন, আমরা ৯ ভাই বোন। আমরা ৬ ভাই এবং আমাদের ৩ বোন রয়েছে। বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তি আমার ভাইয়েরা অনৈতিকভাবে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার মা তার সম্পত্তি আমাদের ভাই বোনদের নামে লিখে দেওয়ায় ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সয়লাব করছে। আমার মায়ের ঔষধ কিনে দেয় না, মা’কে ভরণপোষণ দেয় না, উল্টে মারধর করতে আসে।
তিনি আরও বলেন, বোনেদের প্রাপ্ত জমি ভাইয়েরা দিতে চায় না। আমি বোনেদের ন্যায্য জমি ফিরিয়ে দেওয়া পক্ষে থাকায় তারা আমার পেছনে মিথ্যা অভিযোগ তুলে উঠেপড়ে লেগেছে। স্থানীয় গন্যমান্য ব্যাক্তি সালিস ডাকলেও তারা বসতে রাজি নন। অন্যদিকে তারা বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করছে।
Leave a Reply