মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩১ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
আবারও ভিলেন বৃষ্টি। বরুণ দেবের চোখ রাঙানিতেই বারবার বিঘ্নিত ফাইনালের (IPL 2023 Final) মেগা লড়াই। রবিবার লাগাতার বৃষ্টিতে বলই গড়ায়নি মাঠে। ঠিক হয়, খেলা হবে রিজার্ভ ডে-তে। কিন্তু সেখানেও পিছু ছাড়ল না বৃষ্টি। চেন্নাইয়ের ইনিংস শুরু হতেই অঝোরে বৃষ্টি নামে আহমেদাবাদে।
বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করে ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারি ভরিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। গুজরাটের হোম গ্রাউন্ড হলেও স্টেডিয়ামের অনেকটা অংশই ভরে যায় হলুদ জার্সিতে। প্রত্যেকেই যেন এসেছেন এমএস ধোনিকে আরও একবার চাক্ষুস করতে। আগামী মরশুমে যদি আর খেলতে না দেখা যায় তাঁকে! এই আশঙ্কা বুকে নিয়েই ধোনিকে ভালবাসায় ভরিয়ে দিতে পৌঁছে গিয়েছিলেন সমর্থকরা। তাই বৃষ্টি শুরু হলেও তাঁদের উৎসাহে এতটুকু ভাটা পড়েনি।
এদিন টস জিতে হার্দিকদের ব্যাট করতে পাঠান চেন্নাই ক্যাপ্টেন ধোনি। চলতি আইপিএল মরশুমে তিনটি সেঞ্চুরির মালিক শুভমান গিল এদিন ফেরেন ৩৯ রানে। সৌজন্যে ধোনির বিদ্যুৎ গতির স্টাম্পিং। তবে সাই সুদর্শনের দুর্দান্ত ৯৬ রানের দৌলতে ২০০-র গণ্ডি পেরিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু ২১৫ রানের টার্গেট নিয়ে চেন্নাই মাঠে নামতেই শুরু বৃষ্টি। প্রথম ওভারের তিনটি বল খেলেই ড্রেসিংরুমে ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড় এবং কনওয়ে। আধ ঘণ্টারও বেশি সময়ের জন্য বন্ধ হয়ে যায় ম্যাচ। যদিও বৃষ্টির জেরে ওভার কমানো হচ্ছে কি না, এখনও পর্যন্ত তা নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। তবে নিয়ম বলছে, কোনও উইকেট না পড়লে যদি ৫ ওভারে খেলা হয়, তাহলে ৪৩ রান করতে হবে চেন্নাইকে। উইকেট পড়লে বাড়বে লক্ষ্য। আর একান্তই ম্যাচ শুরু না হলে লিগ তালিকার শীর্ষে থাকার সৌজন্যে চ্যাম্পিয়ন হবে গুজরাট।
: সংবাদ প্রতিদিন
Leave a Reply