মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
ত্রিপুরায় সম্পাদক সম্মাননা পেলেন মীম মিজান ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রকাশনা মঞ্চের দু’দিনব্যাপী তৃতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা-২০২৩ এ ‘সন্দীপ দত্ত স্মৃতি লিটল ম্যাগাজিন সম্মাননা’য় ভূষিত হয়েছেন ‘দীপ্ত দর্শন’ লিটল ম্যাগাজিনের সম্পাদক মীম মিজান। ২৬ ও ২৭ মে ২০২৩ তারিখে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলায় প্রকাশনা মঞ্চ আয়োজিত সংগঠনটির ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে দু’দিনব্যাপী তৃতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়। এই মেলায় সম্মানিত অতিথি হিসেবে বিশিষ্ট গবেষক, অনুবাদক, ভ্রামণিক, কলামিস্ট ও সম্পাদক মীম মিজান আমন্ত্রিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে লিটল ম্যাগাজিন সম্পাদনায় বিশেষ অবদান রাখায় ‘সন্দীপ দত্ত স্মৃতি লিটল ম্যাগাজিন সম্মাননা’য় ভূষিত করা হয় গবেষক ও সাহিত্যিক মীম মিজানকে। উল্লেখ্য, মীম মিজান ১৯৮৮ খ্রিস্টাব্দে নীলফামারীতে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন শেষে এম.ফিল. ডিগ্রি অর্জনকারী মীম মিজান এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচ-ডি গবেষণারত। তিনি ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, জর্জিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশকিছু দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। কয়েকটি কনফারেন্সে আমন্ত্রিত বক্তা হিশেবে বক্তব্য রেখেছেন। সেসাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কনফারেন্সের সেশনে চেয়ারের দায়িত্ব পালন করেছেন। তাঁর সম্পাদনায় চারটি লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। দীপ্ত দর্শন, মাতৃভাষার অমর সৈনিক, প্রসূন ও আবেগ শীর্ষক লিটল ম্যাগাজিন পাঠক মহলে সাড়া ফেলেছে। বাংলাদেশ, ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ যেমন আমেরিকা, কানাডা, বৃটেন, নরওয়ে, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্সের বাংলা পত্রিকায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে মীম মিজানের প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণকাহিনি, গল্প, কবিতা, সমালোচনা গুরুত্বের সাথে প্রকাশ পাচ্ছে। আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক গবেষণা ও সাহিত্য সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতালব্ধ ভ্রমণ পিয়াসী বৈচিত্র্যময় জীবন মীম মিজানের। বর্তমানে তিনি কবি নজরুল সাহিত্য মঞ্চের নির্বাহী চেয়ারম্যান এবং আবেগ পাঠচক্রের সহ-সভাপতি । বাংলাদেশ থেকেও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননাসহ সম্বর্ধনা পেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে নজরুল চর্চা কেন্দ্র বারাসাত প্রদত্ত গবেষণায় ‘নজরুল সম্মাননা-২০২২’ ও উত্তর হাওড়া শিল্পী সংস্থা কর্তৃক প্রদত্ত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পদক-২০২১’ লাভ করেছেন তিনি। প্রকাশনা মঞ্চের দুদিনব্যপী তৃতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলায় ভারত-বাংলাদেশ লেখক সমাবেশ ঘটেছিল। চট্টগ্রাম লিটল ম্যাগাজিন গবেষণাগারের অধিকর্তা কমলেশ দাশগুপ্ত বিশিষ্ট কবি আসাদ মান্নান, কথাসাহিত্যিক পার্থ সারথি ঝা, কথাসাহিত্যিক নন্দকুমার দেববর্মা, বুকসেলার্সের কর্ণধার রাখাল মজুমদার, কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী, লোক গবেষক অশোকানন্দ রায়বর্ধন, হুমায়ুন কবির ঢালী, কবি নজমুল হেলাল, নুরুল শেফার খান, সাকিল মাসুদ, রনী অধিকারী, খালেদ উদ-দীন, অলোক বিশ্বাস, পুলিন দে, অর্ণব আশিক, আরিফ নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মঞ্চের সভানেত্রী নিয়তি রায় বর্মন। দেশ বিদেশের খ্যাতিমান পঞ্চাশজন কবি, প্রায় আশিটি লিটল ম্যাগাজিনসহ বালাদেশের ১০টি বিশিষ্ট প্রকাশনা সংস্থা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
Leave a Reply