সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০২:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে ভাইয়ের ধাক্কায় বোনের মৃত্যু হয়েছে। নিহত মুক্তা (৩০) ও ভাই আজাদ সদরের নরেন্দ্রপুর গ্রামের পোস্ট অফিস পাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে মেয়ে।
স্বজনরা জানায় শুক্রবার বিকালে মুক্তা পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির ধানের টাকা দাবি করলে আজাদ তাকে ধাক্কা দেয়। এ সময় মুক্তা পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে রূপদিয়া বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
পরে যশোর কোতয়ালি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে রাত ১১টার দিকে মর্গে প্রেরণ করে। এসআই সাইফুল মালেক জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মগে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply