সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন

প্রতিনিধি আবশ্যক :
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা জয় বাংলা নিউজ ডট কম ( www.joibanglanews.com)এর জন্য জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক (খালি থাকা সাপেক্ষে) প্রতিনিধি আবশ্যক। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত এবং মোবাইল নাম্বার সহ ইমেইলে ( joibanglanews@gmail.com ) আবেদন করতে হবে।
ইবি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি নাহিদ, সম্পাদক দিদারুল

ইবি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি নাহিদ, সম্পাদক দিদারুল

ইবি প্রতিনিধিঃ
রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ২০২৩-২৪ রোটারী  বর্ষের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনজুরুল ইসলাম নাহিদ সভাপতি এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম রাসেল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) ২০২৩-২৪ রোটারী বর্ষের প্রধান নির্বাচন কমিশনার  রোটা. আরিফুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি শামিমুল ইসলাম সুমন ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা।
জানা যায়,উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রভাষক শাহিদা আকতার আশা।  নির্বাচনের পর্যবেক্ষক ছিলেন সংগঠনটির প্রধাণ উপদেষ্টা প্রফেসর ড. শাজাহান মন্ডল, সহকারী প্রক্টর ড.আমজাদ হোসেন এবং প্রভাষক ইয়ামিন মাসুম।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেল বলেন, ‘স্বাধীন, স্বচ্ছ,  এবং  নিরেপক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য দক্ষ নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাকে নির্বাচিত করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ক্লাবকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’
এছাড়া নব-নির্বাচিত সভাপতি-সম্পাদকের পরামর্শক্রমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য,ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন এই সংগঠনটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2019 Joibanglanews.com এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed BY ThemesBazar.Com
Translate »