শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন

প্রতিনিধি আবশ্যক :
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা জয় বাংলা নিউজ ডট কম ( www.joibanglanews.com)এর জন্য জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক (খালি থাকা সাপেক্ষে) প্রতিনিধি আবশ্যক। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত এবং মোবাইল নাম্বার সহ ইমেইলে ( joibanglanews@gmail.com ) আবেদন করতে হবে।
কালিগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম উৎসব পালন

কালিগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম উৎসব পালন

 

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগার এর আয়োজনে ও উপজেলার শিল্পকলা একাডেমির পরিবেশনায় সোমবার (৮ মে) বিকাল ৪টায় জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ, নৃত্য ও রবীন্দ্র সংগীত অনুষ্ঠিত হয়। উপজেলা রাজস্ব অফিস গনপাঠাগার এর সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী’র সভাপতিত্বে কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান আলোচক ছিলেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, আলোচক ছিলেন সখিপুর খাঁন বাহাদুর আহসান উল্লাহ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুন অর রশিদ ও রাজস্ব অফিস গণপাঠাগারের সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম। বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রাজস্ব লাইব্রেরী সদস্য ও সাংবাদিক আশেক মেহেদী, কবিতা পাঠ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, বিশিষ্ট আবৃত্তি শিল্পী সাহিত্য ভঞ্জ চৌধুরী, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্য, বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, নৃত্য পরিবেশন করেন ঈশিতা, অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওসার তুহিন, সাধারণ সম্পাদক ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, সিনিঃ সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, ইশারাত আলী, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী, সাংবাদিক শিমুল হোসেন, সৈয়দ মোমিনুর রহমান প্রমুখ। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী জাহাঙ্গীর হোসেন, সঞ্জয় কুমার, অভিজিৎ সরদার, ফারিয়া তাবাসুম তনু, শিবানী, নিত্যানন্দ, অন্তরা সহ অন্যান্য শিল্পীবৃন্দ। বক্তারা বলেন রবীন্দ্রনাথ হলেন আমাদের পথ নির্দেশক, তাই তার সৃষ্টির আলোকে তাকে অনুসরণ করলে সমৃদ্ধ হবে জীবন। রবীন্দ্রনাথ ছড়িয়ে আছেন আমাদের জীবনের সর্বস্তরে। কবিগুরু হলেন শিল্পের কবি, সাহিত্যের কবি ও মননের কবি।কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে সকল গুণের প্রতিভা খুঁজে পাওয়া যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2019 Joibanglanews.com এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed BY ThemesBazar.Com
Translate »