শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
ডানা
স্বপ্না সাহা
ওড়ার ইচ্ছে যখন ডানা মেলে
প্রজাপতি হয়ে বসে মনের আঙ্গিনায়,
পৃথিবীর বিমুখতা কে উপেক্ষা করেই
এগিয়ে যেতে হয়।
দিনের শেষ লগ্নে পাখি যখন
ডানা ঝাপটিয়ে ঘরে ফেরে,
তখন ‘ বাধা’ শব্দটা বিলীন হয়ে যায়
অভিধানের অস্তিত্ব জুড়ে ।
মনের ইচ্ছেকে কখনো কখনো
দিয়ে দাও প্রজাপতির ডানা,
হয়তো সে উড়তে পারবে না তড়তড়িয়ে আকাশে
তবু ওড়ার তাদের নেই তো মানা।
এভাবেই ওড়ার সাথে ডানা যেন
জুড়ে থাকে মনের আঙিনায়,
মাঝে মাঝে ওড়ার আমারওতো
ভীষন ভীষন ইচ্ছে হয়।।
Leave a Reply