সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০২:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন। এ লক্ষ্যে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। পুলিশের পক্ষ থেকেও নেয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল জেলা আওয়ামী লীগের সম্মেলন। চার বছর ৯মাস পর আবার জেলার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তাই এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। যে কারণে পুরো শহর সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন দিয়ে। ইতিমধ্যে ৪৫৫জন কাউন্সিলরের নামও চুড়ান্ত করেছে বর্তমান কমিটি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। তাই তার সম্মেলন মানেই উৎসব। যে কারণে সম্মেলনের তারিখ নির্ধারণের পর থেকে তৃণমূলে সর্বত্র উৎসব বিরাজ করছে। এ সম্মেলনের মাধ্যমে দলের ত্যাগী নেতারা নেতৃত্বে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে সম্মেলনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা পুলিশ।
Leave a Reply