বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৭:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোরে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে পকেটমার সন্দেহে আটক ৪ নারীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই হাসপাতালের ক্লিনার হালিমা খাতুন মামলাটি করেন।
ওই চার নারী হলেন, নাটোর সদর উপজেলার আওরাইল গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী খাদিজা খাতুন (২২), ইউনুচ শেখের স্ত্রী নাছিমা বেগম (৪৫), মৃত জাফর মোল্লার স্ত্রী রহিমা বেগম (৫৫) এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলার মৃত জাফর মোল্লার স্ত্রী সূর্য্য বেগম (৪২)।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা রোগি দেখানোর নাম করে বিভিন্ন হাসপাতালে যায় এবং কৌশলে রোগি ও তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। ইতোপূর্বে তারা ওই হাসপাতালে গিয়ে নারীদের ব্যাগ থেকে টাকা চুরি করেছে। যা হাসপাতালের সিসি ক্যামেরায় ধারনকরা ফুটেজে সংগৃহিত আছে। সেখানে থেকে নেয়া ছবি হাসপাতালে টাঙানো রয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে দিকে তিনি ক্যাশ কাউন্টারে যান। সেখানে প্রচুর ভিড় ছিল। তিনি ক্যাশ কাউন্টার থেকে কাছে থাকা পারস (ভ্যানেটি ব্যাগ) খুলে দেখেন সেখানে রাখা এক হাজার টাকার দুইটি নোট নেই। সাথে সাথে হাসপাতালের হেল্প ডেস্কে কর্মরত আল ফরিদকে জানালে তিনি ফুটেজ দেখে আসামি সনাক্ত করেন। পরে তাদের একটি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা টাকা নেয়ার কথা স্বীকার করে। তাদের কাছ থেকে এক হাজার টাকার ১৩টি নোট মোট ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে একটি চুরি মামলা হয়েছে।
Leave a Reply