শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:৪৯ অপরাহ্ন

প্রতিনিধি আবশ্যক :
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা জয় বাংলা নিউজ ডট কম ( www.joibanglanews.com)এর জন্য জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক (খালি থাকা সাপেক্ষে) প্রতিনিধি আবশ্যক। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত এবং মোবাইল নাম্বার সহ ইমেইলে ( joibanglanews@gmail.com ) আবেদন করতে হবে।
যেসব জেলায় শক্তিশালী কালবৈশাখী আঘাত হানবে

যেসব জেলায় শক্তিশালী কালবৈশাখী আঘাত হানবে

 

জয় বাংলা নিউজ প্রতিবেদক :

 

খুলনা বিভাগের সব জেলাগুলো শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির কবলে পড়তে যাচ্ছে।
পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাব আজ রাত ৯টার পর ঝড় ও বজ্রপাতের বিশেষ আশঙ্কা রয়েছে।
কানাডাভিত্তিক এক আবহাওয়াবিদের দেয়া তথ্যে এমনটা জানা গেছে।
বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার পরপরই খুলনা বিভাগের সব জেলা এই ঝড়ের কবলে পড়ার বিশেষ আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ঢাকা বিভাগের পদ্মা নদী-সংলগ্ন পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে।
ঝড়ের কবলে পড়তে যাওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে- খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ।
এদিকে ঢাকায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশেই ঝড়-বৃষ্টি ও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সে সঙ্গে আট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আবহাওয়াবিদ এসএম নাজমুল হক বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ঢাকায় সহসাই ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।
নদীবন্দরগুলোর আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১টা পর্যন্ত টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লার ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2019 Joibanglanews.com এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed BY ThemesBazar.Com
Translate »