শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন
মরণ কেন ডাকছো
দেবীকা সেনগুপ্ত
জীবন যখন পারছো না দিতে,
মরণ কেন ডাকছো?
বিজ্ঞাপনের পসরা সাজিয়ে,
মানুষকে প্রলোভিত করছো ।।
জোর খাটিয়ে, রোগ বাড়িয়ে,
মারণব্যধি ঢুকিয়ে শরীরে,
নিজেদের আখের নিচ্ছ গুছিয়ে।
পারছো না ভাবতে,
তোমার জীবনেও, আজকের দিনটি,
পারবে কিন্তু ঘুরে আসতে।।
ক্ষমতা মানুষকে, থাকতে দেয়না মানুষ ।
লোভ দেখিয়ে অন্ধকারে,
উড়িয়ে দেয় ফানুস।
ক্ষণিক তড়িঘড়ি, যায় উড়ি,
অন্ধকার আকাশের বুক চিরি।
তারপরই সব শেষ, অবশিষ্ট,
একমুঠো ধ্বংসাবশেষ ।।
Leave a Reply