রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর শহরের প্রিয়াঙ্গন জুয়েলার্স থেকে চুরি হওয়া ৩৭ ভরি সোনার গহনার মধ্যে আরো ১০ ভরি গহনা কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে যশোরের ডিবি পুলিশ। এ সময় আটক করা হয়েছে চুরির মুল হোতা রুবেল এবং ভৈরবের সোনা ব্যবসায়ী নেপাল বিশ্বাসকে। নেপাল বিশ্বাস ভৈরব বাজারের শ্রী লক্ষ্মী স্বর্ণ শিল্পালয় নামক দোকানের মালিক।
শনিবার দুপুরে ভৈরব বাজার স্বর্ণপট্টির দোকান থেকে নেপাল বিশ্বাসকে আটক করা হয়। এর আগে শুক্রবার সকালে রুবেলকে পৌর শহরের মুসলিমের মোড় থেকে আটক করা হয়েছে বলে ডিবি পুলিশের এসআই শামীম হোসেন জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে গত ২৭ জুন দিনে-দুপুরে যশোরের চৌরাস্তায় কোতয়ালি থানার সামনে প্রিয়াঙ্গন জুয়েলার্স থেকে ৩৭ ভরি সোনার গহনা চুরি করে কয়েকজন চোর। ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল। এ ঘটনায় দোকানের মালিক অমিত রায় আনন্দ ওই দিনই যশোর কোতোয়ালি থানায় মামলা করেন।
প্রিয়াঙ্গন জুয়েলার্সের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি চেনার পর তদন্ত করে ডিবি পুলিশ। কিছুদিন আগে চোর চক্রের সদস্য চট্টগ্রামের আব্দুর রহিম বাদশা ও সোহেল নামে দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় তিন ভরির মতো সোনার গহনা। কুমিল্লায়ও অভিযান চালানো হয় চোরচক্রের আরো সদস্যের খোঁজে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী চোর চক্রের সদস্য সুমন ও উজ্জলকে কুমিল্লার মুরাদনগর থেকে আটক করা হয়।
এরপর আরো অপেক্ষা করতে থাকে ডিবি পুলিশ। ফুটেজ দেখে কিশোরগঞ্জে প্রথমে রুবেলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিনে নেপালকে আটক করা হয়েছে। চুরি করা সোনার গহনা নেপাল কিনেছিলেন।
যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম হোসেন বলেন, গত সাড়ে চার মাস ধরে এ মামলা তদন্ত হচ্ছে। সোনা চোরদের একটি চক্র রয়েছে। তারা অনেক শক্তিশালী। সারাদেশে ছড়িয়ে আছে তাদের নেটওয়ার্ক। তদন্তে জানতে পারি যশোরের সোনার দোকান চুরির মূলহোতা রুবেল। ভৈরব শহরে বাসা ভাড়া করে পরিবারসহ থাকলেও তার বাড়ির আসল ঠিকানা বলছে না। তবে সোনা চুরির কথা স্বীকার করেছে রুবেল।
তিনি আরো বলেছেন, রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী সোনার গহনা ক্রেতা নেপালকে আটক করা হয়। ১০ ভরি সোনার গহনাু কিনেছেন বলে স্বীকার করেছেন নেপাল। পরে তার দোকান থেকে ১০ ভরি সোনার গহনা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেছেন, শনিবার রাতে কুমিল্লায় অভিযানের ইচ্ছা ছিল। কিন্তু সেখানে আপতত অভিযানে নাও যেতে পারি। আটক দুইজনকে যশোরে নেয়া হবে।#
Leave a Reply