শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
কোতয়ালি থানা ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা আলাদা অভিযান চালিযে বিপুল পরিমানের ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দু’জন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঈশ^রবা (দক্ষিণপাড়া) গ্রামের মৃত সোনাই মোল্যার মেয়ে মোছাঃ শাহিদা বেগম ও যশোর সদর উপজেলার আরিচপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে হাসান আলী। এ ঘটনায় কোতয়ালি থানায় আলাদা মাদক আইনে দু’টি মামলা হয়েছে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে,গত শনিবার ২৫ মার্চ রাতে ফাঁড়ির এক এএসআইসহ একদল পুলিশ সদর উপজেলার খোলাডাঙ্গা গাবতলা গ্রামের জনৈক আব্দুর রশিদের বাড়ির উত্তর পাশের্^ অভিযান চালিয়ে হাসান আলীকে আটক করে। এ সময় তার কাছে থাকা দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ শনিবার বিকেলে শহরের পালবাড়ী মোড়স্থ ভাস্কর্যের সীমানা প্রাচীরের উত্তর পাশে অভিযান চালিয়ে মোছাঃ শাহিদা বেগমকে আটক করে। এ সময় তার দখলে থাকা ৭৬০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
Leave a Reply