শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:১২ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
সদর উপজেলার হামিদপুর বাজারস্থ হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে চাকু নিয়ে অবস্থানকালে পুলিশ দু’টি সুইচ গিয়ার চাকুসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, সদর উপজেলার সুলতানপুর গ্রামের নুর আমিনের ছেলে আলামিন ও শহরের শংকরপুর ভাংড়ীপট্টি কলাবাগান এলাকার নুর ইসলাম সরদারের ছেলে অনিক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত ২৫ মার্চ শনিবার রাতে মামলাটি করেন, চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আমিনুল ইসলাম। গ্রেফতারকৃত দু’জনকে রোববার ২৬ মার্চ আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলায় বাদি উল্লেখ করেন, আসামীরা গত ২৫ মার্চ বিকেলে হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে অবস্থান নিােয় নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। পুলিশ কর্মকর্তা খবর পেয়ে সেখানে পৌছালে পুলিশের পোশাক দেখে আসামীরা দৌড়ে পালানোর এক পর্যায় তাদেরকে আটক করে। পরে তাদের দখলে থাকা ধারালো দুই স্ইুচ গিয়ার চাকু উদ্ধার করে।
Leave a Reply