শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:২০ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
যশোরের মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের সাবেক ম্যানেজার জয়ন্ত ভট্টাচার্জকে ৩২ লাখ টাকা আত্মসাতের মামলায় আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে টাউন হল মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক জয়ন্ত ভট্টাচার্জ যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের জয়দেব ভট্টাচার্যের ছেলে। এরআগে গত ২০২২ সালের ২ ডিসেম্বর তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের যশোর সদরের এরিয়া ম্যানেজার মালিক সেলিম আকতার।
তার অভিযোগ, ২০২১ সালের পহেলা জুন থেকে ২০২২ সালের ৩০ নভেম্বর পর্যন্ত জয়ন্ত মিনিস্টার হাইটেক পার্ক পালবাড়ি শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিনি বিভিন্ন অনৈতিক কাজের মাধ্যমে কোম্পানীর ৩২ লাখ ৫৭ হাজার ৪৯ টাকা আত্মসাৎ করে। যা অডিটে প্রমাণিত হয়। পরে ওই টাকা ফেরত দিতে নানা ধরণের তালবাহানা শুরু করে। বাধ্য হয়ে কোম্পানীর পক্ষথেকে মামলা করা হয়। এরপর থেকেই আত্মগোপনে চলে যায় জয়ন্ত। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আব্দুর রউফ জয়ন্তকে আটক করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply