শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
যশোর শার্শা থানাধীন গোড়পাড়া থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) রাতে শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে এই মাদকের চালানটি আটক করা হয়। এসময় কোন চোরাচালানিকে আটক করতে পারিনি পুলিশ।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই খান শাহাবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার সময় রামচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৪ টি পুটলায় রক্ষিত ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ।
এ সময় চিহ্নিত মাদক বিক্রেতা আলামিন পলাই যায়। এ সংক্রান্তে মাদক আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত গাঁজা শার্শা থানায় জমা করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আকিকুল ইসলাম উদ্ধারকৃত মাদকের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply