শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন
বৃক্ষকে ভালোবাসা দান
রিতুনুর
কখনো কখনো সৃষ্টির আনন্দে আমরা
আত্মহারা হয়ে যাই।
কখনো সৃষ্টির
শেষ্ঠ কর্তাকে স্মরণ করতে ভুলে যাই।
ইচ্ছে করে জনম ভরে
থাকি এই পৃথিবীতে বেঁচে
তবে বাস্তব বড় কঠিন
ছাড়তেই হবে এই পৃথিবী।
যেমন করে পশুপাখি গাছপালা
নদী নালা ফল ফুল সব মরে যায়।
মরার মধ্যে একটা সুখ আছে,
সেই সুখের আশায় আমরা
দিবানিশি অপেক্ষায় থাকি।
এই বুঝি আসবে মরণ
মরারও আছে বহু ধরণ।
কেউ মরে পানিতে ডুবে
কেউ মরে আগুনে জ্বলে,
কেউ মরে অহংকারে সৃষ্টির আনন্দ ভুলে।
তবে আমি আগান বাগান দেখলেই
কাছে যাই,
দুই-চারটা শালিকের ওড়াউড়ি দেখি।
কাকের ডাক শুনি আমার ভালোবাসা
কোমল মাটির বুকে জন্ম নেয়া
বৃক্ষকে দান করি।
কাঁটায় হাত দিয়ে রক্ত ঝরাই
এতেই আমি প্রথম প্রেমের মত সুখ পাই।।
Leave a Reply