রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
যশোর কোতয়ালি থানা, ডিবি, ফাঁড়ি ও ক্যাম্প পুলিশ সদস্যদের পৃথক অভিযানে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ চার মাদক বিক্রেতা আটক হয়েছে। আটককৃতরা হলো চৌগাছা উপজেলার সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামের মতিয়ার রহমান মন্ডলের ছেলে শিপন হোসেন (৩৪) সদরের ভায়না গ্রামের মৃত আঙ্গুর সরদারের ছেলে ইদ্রিস আলী সরদার (৬০) শহরের পূর্ববারান্দিপাড়া বউ বাজার প্রাক্তন কাউন্সিলর শাকিল ভাইয়ের বাড়ির পশ্চিম পাশে ওহিদুল ইসলামের ছেলে নয়ন ইসলাম (২১) ও সদরের ভাতুড়িয়া দাড়ি পাড়ার নুরু শেখের ছেলে ছাব্বির শেখ (২২)। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।
ডিবি পুলিশের এস আই রাজেশ কুমার দাশ জানান, ১৪ মার্চ তিনি গোপনে খবর পান তীরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক বিক্রেতা ফেনসিডিল ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এখবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। সেখানে যেয়ে একজন লোকের হাতে সাদা রঙের বাজার করা ব্যাগ দেখে সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করার জন্য এগিয়ে গেলে ডিবি পুলিশ দেখে তিনি পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। তার ব্যাগের ভিতর থেকে উদ্ধার করা হয় ৫১ বোতল ফেনসিডিল।
১৪ মার্চ সন্ধ্যায় চাঁনপাড়া ক্যাম্প পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ভায়না হাসান ফিলিং স্টেশনের পাশে আবুল কালামের চায়ের দোকনের সামনে কাঁচা রাস্তার উপর থেকে ইদ্রিস আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা গুলি সাদা রঙের পলিথিনে মোড়ানো ছিলো।
সদর ফাঁড়ি পুলিশের সদস্যরা একই দিন ১৪ মার্চ সন্ধ্যায় অভিযান চালিয়ে শহরের বারান্দি বটতলার মোড় রফিকের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে গাঁজা বিক্রিকালে নয়#ন ইসলামকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫২ গ্রাম গাঁজা।
চাঁচড়া ফাঁড়ি পুলিশ সদস্যরা ১৪ মার্চ রাতে ষষ্ঠিতলা পাখিপট্টি সংলগ্ন বাদশার মাংসের দোকানের সামনে অভিযান চােিলয়ে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ছাব্বির শেখকে আটক করে। এ সময় তার প্যান্টের ডান পকেট থেকে বিশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক দ্রব্য উদ্ধার ও আসামি আটকের ঘটনায় মাদক আইনে পৃথক চারটি মামলা হয়েছে। আটককৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply