মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:০২ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
ঝিনাইদহ জেলার শৈলকুপায় ৩ শিশুকে পুড়িয়ে হত্যা করা মামলার একমাত্র আসামী ইকবাল হোসেনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মো নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন ও তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
দন্ডিত ইকবাল হোসেন শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের গোলাম নবীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, শৈলকুপার কবিরপুর গ্রামের ইকবালের সাথে তার পিতা গোলাম নবীর টাকা সংক্রান্ত লেনদেন নিয়ে বিরোধ হয়। এরই জের ধরে ২০১৬ সালের ৩ জানুয়ারি সন্ধ্যায় আসামী ইকবাল কার্টুন দেখানোর কথা বলে নিজের ঘরে ভাতিজা সাফিন, আমিন ও ভাগ্নে মাহিনকে ডেকে নেয়। এরপর তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে ঘর আটকে গ্যাসের সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সাফিন ও আমিন দগ্ধ হয়ে মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভাগ্নে মাহিনও মারা যায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় সাফিন ও আমিনের পিতা দেলোয়ার বাদি হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেছেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৭ ফেব্রুয়ারি ইকবালকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় একমাত্র আসামী ইকবালকে মৃত্যুদন্ড ও ৩ লাখ টাকা জরিমানা করে। আসামী পলাতক রয়েছে।
Leave a Reply