রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মাইনুদ্দিন (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী রাসেল গ্রুপের সামনে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাকের চাপা পড়লে ভ্যানচালক মাইন উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। নিহতের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। তিনি ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে ভ্যান চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন। ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, নিহতের লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply