মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক : বেনাপোলের কাষ্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল ভারতগামী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ২শ ৩২ গ্রাম ওজনের ২ টি স্বর্নের বার উদ্ধার করেছে। মঙ্গলবার (১৪) মার্চ সকালের দিকে বেনাপোল চেকপোষ্টে যাত্রী শরীয়তপুরের এসকান্দারের ছেলে আব্দুস সালাম(৩৬) এর নিকট থেকে স্বর্নেরবার গুলো উদ্ধার করা হয়।
কাষ্টমস গোয়েন্দা কর্মকর্তা জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক পাসপোর্ট যাত্রী স্বর্ন বহন করে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করবে।সে মোতাবেক কাষ্টমস গোয়েন্দা টিম তার নজরদারীতে রাখেন।যাত্রী বেনাপোল কাষ্টমসে আসলে তাকে জিজ্ঞাসাবাদে স্বর্নের কথা স্বীকার করেন।
পরে তার ব্যাগের মধ্যে কসটেপে মুড়ানো স্বর্নের বারগুলা উদ্ধার করা হয়। নিয়ম বহির্ভুত হওয়ায় আসামীকে আটক করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত স্বর্নের বারগুলো কাষ্টমস কোষাগারে জমা করা হয়েছে।
Leave a Reply