মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন
বীভৎস সেই চিত্র
জিএম মুছা
অজানা এক আশঙ্কা সারাক্ষণ আমাকে কুরে কুরে খায়, অবাক বিস্ময় চেয়ে দেখি চোখের সামনে, হিংস্র হয়েনা ধারালো নখর চকচকে দাঁত বের করে হাসতে থাকে, ভয়ে আমার রক্ত হীম হয়ে যায়, আমি তখন স্বাধীন বাংলার জাতীয় সংগীত গাই, দেখতে পাই চোখের সামনে বীভৎস অগণিত লাশের ছবি, ভেসে ওঠে একটি সদ্য স্বাধীন দেশের মানচিত্র,টাটকা রক্ত ঝরছে মানচিত্র হতে, পত্ পত্ শব্দ তুলে উড়ছে রক্তমাখা একটি পতাকা, একাত্তরের বীভৎস চিত্র কল্পের ক্ষতবিক্ষত রমণীর বীভৎস লাশ, আবাল বৃদ্ধ বনিতা শিশুদের গলিত মৃতদেহ দেহ, শৃগাল,কুকুর, শকুনেরা হল্লা করে খাচ্ছে ধর্ষিতার লাশ, উষ্ণ তাজা রক্তে রঞ্জিত বিকৃত দেহ মুখমন্ডল, দেশ মাতৃকার ভয়াবহ বীভৎস
সেই চিত্র, ভেসে ওঠে স্বাধীন দেশের মানচিত্রে।।
Leave a Reply