শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:২৬ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক : প্রেমের ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের মৃত আব্দুল আহাদ এর কন্যা নাবিলা আহাদ শাপলা (১৮)। তিনি যশোর সরকারি মহিলা কলেজের এইচ এস সি মানবিক ২ য় বর্ষের ছাত্রী। নাবিলা যশোর শহরের ষষ্ঠিতলাপাড়া এলাকার বির্টুর বাড়ির মেসে থেকে লেখাপড়া করতো। তার কয়েকজন সহপাঠী জানিয়েছে প্রেমে ব্যর্থ হয়ে মঙ্গলবার সকালে রুমের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে যশোর কোতোয়ালী থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে।
বেনাপোলে মাছের ঘেরে ভাংচুর, ব্যাপক ক্ষয়ক্ষতি
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
বেনাপোলে পাঁচুয়ার বাওড়ের পাশে অবস্থিত শাহজাহানের ঘেরে ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন ও মাছ লুটের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। সোমবার (১৩ মার্চ) গভীর রাতে দুর্বৃত্তরা ভাংচুর করে মাছ লুটের চেষ্টা করে।
স্থানীয়রা জানান, গভীর রাতে ঘেরে ভাংচুরের শব্দ শুনে স্থানীয় গ্রামের লোকজন তাদের ধাওয়া করলে, তারা ঘেরে ভাংচুর করে পালিয়ে যায়।
ঘের মালিক জানান, ওইদিন রাতে স্থানীয় গ্রামের লোকজন আমাকে ফোনে কল দিয়ে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি কে বা কারা আমার ঘেরে ভাংচুর, পাটাতন তুলে ফেলাসহ মাছ লুটপাটের চেষ্টা করে। এসময় গ্রামের লোকজনের চিৎকার চেচামেচিতে তারা পিছু হটে।
Leave a Reply