শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
এমন সাংসদ রয়েছে এদেশে, এত ফিট! হ্য়াঁ, প্রথমে অবাকই হয়েছিলেন জনপ্রিয় গায়ক মিকা সিং। তারপর অবশ্য নুসরতের প্রেমে একেবারে ম্যাড! গোটা ব্যাপারটাই ঘটল বসিরহাটে।
কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি বসিরহাটে পারফর্ম করতে গিয়েছিলেন মিকা। তাঁকে স্বাগত জানাতে বসিরহাটে পৌঁছেছিলেন নুসরত জাহান । শুধুই স্বাগতই নয়, মিকার গানে, মিকার সঙ্গে নেচে উঠলেন নুসরত। মঞ্চ থেকে মিকা স্পষ্ট বলেন, এরকম ফিট সাংসদ দেখেছেন! একথা বলেই গাইতে শুরু করেন, “ম্যাড, আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড।”
প্রসঙ্গত, একদিকে নুসরত, আরেক দিকে ঋতুপর্ণা। মাঝখানে বসে যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও শেয়ার হওয়ার পরেই নেটিজেনদের মুখে প্রশ্ন, ব্যাপারটা কী? এই প্রশ্নের জবাব অবশ্য ভিডিওর শেষেই রয়েছে। হ্য়াঁ, এবার নুসরত ও ঋতুপর্ণার সঙ্গে ছবি করতে চলেছেন টলিউডের অন্যতম হ্য়ান্ডসাম নায়ক যশ। ছবির নাম ‘শিকার’। এই নতুন ছবির ভিডিও শেয়ার করে নুসরত লিখলেন, ‘জঙ্গলে তো সবাই যায় কিন্তু শিকারের দম ক’জনের থাকে?’
নাম শুনেই বোঝা যাচ্ছে, এই ছবি একেবারেই থ্রিলার। যার নেপথ্যে থাকবে জঙ্গল। ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। তবে ভিডিও শেয়ার করলেও, ছবি নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন নুসরত, যশ ও ঋতুপর্ণা। এই ছবি যে একেবারেই সাসপেন্স মোড়া হতে চলেছে, তা কিন্তু ছবির নামেই বোঝা যাচ্ছে।
: সংবাদ প্রতিদিন
Leave a Reply