রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর টাউন হল ময়দানে নসিমন করিমন আলমসাধু ঐক্য পরিষদের উদ্যোগে রোববার দুপুরে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমান বাবলা।এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা জননেতা ইকবাল কবির জাহিদ। সভায় অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন মোঃ বুলবুল হোসেন, মোঃ আজগার আলি, হালিম হোসন, আবু খায়ের, শাহিন হোসন, আকরাম আলী, বাবর আলী, কুদ্দুস হোসন, হামিদ হোসন, জিয়াউর আলী, সাহেব আলী, কবির হোসন, আব্দুল আলীম, ওলিয়ার রহমান, আলাউদ্দিন, জিনাত আলী, হাফিজুর রহমান প্রমূখ। সভা পরিচালনা করন মোঃ গোলাম রসুল (কালু)। সভায় বক্তারা বলেন, আমাদর প্রাণের দাবি-দাওয়া সরকার ও প্রসাশনের নিকট তুলে ধরেছি। আমরা তার কোনো ফলাফল পাইনি। মহাসমাবেশে বক্তারা দাবি জানান- প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে হবে, নসিমন, করিমন, আলমসাধু ত্রি-চক্র যানের আইনী বাধ্যতা ও লাইসেন্স দিতে হবে, শহর ও গ্রামে মালামাল পরিবহন রুট নির্ধারণ করতে হবে, মহা-সড়কের পাশে বাইলেন নির্মাণ করতে হবে, সকল প্রকার হয়রানি বন্ধ ও জব্দকৃত গাড়ী ছেড়ে দিতে হবে, পৌরসভার ভিতর নির্দিষ্ট স্থান থেকে মালামাল নিয়ে যাবার সুযোগ দিতে হবে। সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মতাদর্শে রক্ষা সমন্বয় কমিটির নেতা কমরেড জাকির হোসেন হবি, জেলা সভাপতি কমরেড নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু ও কমরেড গাজী আব্দুল হামিদ প্রমুখ ।
২৪ নভেম্বর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, দাবি মেনে না নিলে ৮ ডিসেম্বর পরিবার পরিজন নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
Leave a Reply