শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সমপ্রসারন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি রবিবার যশোর সদর উপজেলার হলরুমে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ।
বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উপপরিচালক বেনজির আহমেদের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ডাঃ সানজিদা মুস্তাফি, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সালমা আহমেদ।
মুকসুদপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
উপজেলা সমাজ সেবা অফিসার আশরাফুল হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন,উপজেলা যুব উন্নমন কর্মকর্তা নির্মল কুমার হাজরা,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সাইদুর রহমান রেজা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা ঘোষ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকেয়া বেগম।
বেলা ১১টায় এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন, রোমেনা খাতুন, খাদিজা খানম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সেমিনার শেষে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস। এ সময় বিভিন্ন স্টোল পরিদর্শন করেন তিনি।
Leave a Reply