সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৫২ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
ভৈরব নদের যশোরের অভয়নগর উপজেলা অংশে স্থানীয়রা কুমির দেখতে পেয়েছে। বুধবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্থানীয় লোকজন কুমিরটি দেখতে পায়।
অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুজার সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, মঙ্গলবারও স্থানীয়রা একই স্থানে কুমিরের ছানা দেখতে পান।
যশোরের অভয়নগর উপজেলার উপর দিয়ে প্রবাহিত এ নদে নিকট অতীতে কুমির দেখা গেছে বলে শোনা যায়নি। অথচ সেই নদে আজ বিকেলে হঠাৎ কুমির দেখা পেয়েছে স্থানীয়রা। নদের তীরে ‘রৌদ্রস্নান’ করতে দেখা গেছে কুমিরটিকে। কুমিরটি দেখতে নদের তীরের গ্রাম মধ্যপুরে আশপাশের এলাকার মানুষ ভিড় করেন।
মধ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবণী সাহা সাংবাদিকদের বলেছেন, এই নদে অতীতে কেউ কুমির দেখেননি। এই প্রথম কুমির দেখা গেল। নদের তীরে উঠে মাঝারি ধরনের কুমিরটি রোদ পোহাচ্ছিল। এ জন্য প্রচুর মানুষের ভিড় হয়েছে। মানুষের চাপে কুমিরটি আরাম করে রোদ পোহাতে পারেনি। ছবি তোলার জন্য মানুষ ভিড় করতে থাকে।
স্থানীয়রা জানায়, দূরদূরান্ত থেকেও অনেকে কুমিরটি দেখতে ভৈরবের তীরে ছুটে আসেন।
মধ্যপুর গ্রামের ইমারুল ইসলাম জানান, বিকেলে ভৈরব নদে ভাটা ছিল। বিকেল তিনটার দিকে মধ্যপুর গ্রামের নদের চরে উঠে কুমিরটি রোদ পোহাতে থাকে। কুমিরটি সাড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা। প্রচুর মানুষ ভিড় করায় বিরক্ত হয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে কুমিরটি নদে নেমে যায়।
এ বিষয়ে কথা হয় অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুজার সিদ্দিকীর সাথে।তিনি বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে যেও দেখতে পাইনি কুমিরটিকে। তবে আমার কলিগরা দেখেছেন। স্থানীয় লোকজনের কাছ থেকে তা জানতে পেরেছি, তাতে কুমিরটিকে বাচ্চাই মনে হয়েছে। কেননা এটির দৈর্ঘ্য ৩ থেকে সাড়ে চার ফিট। পূর্ণবয়স্ক কুমিরের দৈর্ঘ্য ১২ থেকে ১৪ ফিট।
তিনি বলেন, গতকাল সন্ধ্যায়ও স্থানীয়রা আমাকে ফোন করে জানান নদী তীরে তারা কুমির দেখতে পেয়েছেন।
শীতকালে কুমির নদী তীরে রোদ পোহাতে আসে। ধারনা করছি, সুন্দরবনের মিঠা পানির এই কুমির খাদ্যের কারণে রুপসা বা ভৈরবে এসেছে।
Leave a Reply