সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক: যশোরে মাদক মামলায় মমতাজ বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে দুই বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার স্পেশাল জজ ( জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত মমতাজ বেগম যশোর শহরের নাজির শংকরপুরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৩ সালের ৮ জানুয়ারি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আকরাম মোল্যার বাড়িতে অভিযান চালায়। এসময় মমতাজকে আটক ও একটি গুলের কৌটার মধ্যে রাখা ১৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন ৩ গ্রাম। এ ঘটনায় মততাজ বেগম ও তার স্বামী আকরাম মোল্যাকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন অধিদফতরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান। এ মামলার তদন্ত শেষে স্বামী স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক এসএম জাফরুল আলম। মামলার সাক্ষী গ্রহণকালে আকরাম মোল্যার মৃত্যু হওয়ায় তাকে অব্যহতি দেয়া হওয়। সাক্ষী শেষে আসামি মমতাজ বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মমতাজ বেগম পলাতক রয়েছে।
Leave a Reply